সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি-সভা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সকল ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই আগষ্ট শনিবার সকালে সারিয়াকান্দি উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে আয়োজিত প্রতিনিধিসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবিনিযুক্ত সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাড: উজ্জ্বল প্রসাদ কানু, মেহেদী হাসান রবিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, দপ্তর সম্পাদক মশিউর রহমান, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ প্রমুখ।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মী সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক সোহান সাগর।