পার্বতীপুর মৎস্য বীজ খামারে উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির রেনু পোনা
"মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর পশ্চিম মৎস্য সম্প্রসারন প্রকল্প (রাজস্ব) এর মৎস্য বীজ উৎপাদন খামারে উৎপাদিত হচ্ছে দেশীয় প্রজাতি সহ বিভিন্ন প্রজাতির রেনু পোনা। যা স্হানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন স্হানে সরবরাহ করা হচ্ছে।
পার্বতীপুর উপজেলার শহরের অদুরে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের পাশ ঘেঁষে হলদীবাড়ী এলাকায় ২০ হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত মৎস্য বীজ উৎপাদন খামার। এখানকার জলায়তন ৮.১৫ হেক্টর,মোট পুকুরের সংখ্যা ৪৬ টি। এখানে দেশীয় প্রজাতির (পাবদা, শুলশা, কৈ, শিং, মাগুর, টেংরা) মাছের রেনু,ধানী ও পোনা পাওয়া যায় মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত। গলদা চিংড়ির পি,এল ও জুভেনাইল পাওয়া যায় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। চীন থেকে আমদানিকৃত চাইনিজ ( সিলভার, বিগহেড,গ্রাস কার্প) কার্প মাছের রেনু,ধানী ও পোনা পাওয়া যাচ্ছে ২০২২ সাল থেকে।
রুইজাতীয় মাছের রেনু,ধানী ও পোনা পাওয়া যায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এখানে প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করা হয় জুলাই থেকে জুন পর্যন্ত।
এই মৎস্য বীজ উৎপাদন খামারটি মৎস্য সেক্টরে অবদান রাখার জন্য ইতোমধ্যে পুরস্কৃত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এ (২৪ থেকে ৩০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্হাপক হিসেবে বেশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন মুছা কালিমুল্লা। তিনি সর্বক্ষনিক খামারের অভ্যন্তরে অবস্থান করে শক্ত হাতে খামারের কর্মকান্ড পরিচালনা করছেন। তাঁর সাথে আলাপ কালে তিনি বলেন,প্রয়োজনের তুলনায় অনেক কম জনবল ও নানাবিধ সমস্যা পাশ কাটিয়ে এখানকার কার্যক্রমকে গতিশীল রাখা হয়েছে। এখানকার কার্যক্রম চলছে যথা নিয়মে।
খামার ব্যবস্হাপক মুছা কালিমুল্লা মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ ও গলদা চিংড়ির পোনা উৎপাদনের মাধ্যমে এক সময় দেশব্যাপী সাড়া জাগিয়েছিলেন।