জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় সুরমায়ার শোকের গান

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে বগুড়ায়। জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া সুরমায়া সাংস্কৃতিক একাডেমি শিশুদের চিত্রাংকন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার বিকালে বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পর বৃষ্টি এলে শহীদ টিটু মিলনায়তন চত্বরে পুনরায় শুরু করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সুরমায়া সাংস্কৃতিক একাডেমি বগুড়ার সভাপতি ওবাইদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বাংলার মুখ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুরমায়া সাংস্কৃতিক একাডেমি বগুড়ার পরিচালক আব্দুর রহিম জয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর শোকের গান পরিবেশন করে শিল্পীরা।