শিবগঞ্জে ইউএনও সম্পাকে বিদায়ী সংবর্ধনা প্রদান

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পার বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা।
অনুষ্ঠানে দীর্ঘ আড়াই বছরের কর্মময় জীবনের জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, সহকারি প্রশাসনিক কর্মকর্তা শুভ চন্দ্র প্রামানিক, অফিস সহকারি আনোয়ারুল ইসলাম, মাসুদ রানা, সার্টিফিকেট সহকারি রিপন চন্দ্র সরকার, হিসাব সহকারি শহিদ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিএ আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অফিস সহায়ক আব্দুল মজিদ, শ্রী নারায়ন চন্দ্র বলায়, ইয়াছিন আলী, মোখলেছার রহমান, নিরাপত্তা প্রহরী, আব্দুল মতিন, সুমন মিয়া।