জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় কথা ও কবিতায় আগস্টের পদাবলি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে বগুড়ায়। জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি ও বগুড়া শিশু নাট্যদল-এর উদ্যোগে ১২ আগস্ট রাতে ম্যাক্স মোটেল কনফারেন্স হলে “কথা ও কবিতায় আগস্টের পদাবলি” শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। কুঁড়ি’র সভাপতি মোমেনুর ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু-কিশোররা আগামী দিনে দেশ পরিচালনা করবে। এ জন্য তাদের ছোট থেকেই দেশের ইতিহাস জানাতে হবে। তাদের খেলাপড়ার পাশাপাশি সমাজ সচেতন করে তুলতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হলে জাতির জনক বঙ্গবন্ধুকে জানতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও সম্পাদক মীর আবদুর রাজজাক, কবি খৈয়াম কাদের ও বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা জি.এম. সাকলায়েন বিটুল। এর আগে আলোচনা পর্বে মূলআলোচকের বক্তব্য রাখেন নজরুল পরিষদের সভাপতি এড. মনতেজার রহমান মন্টু।
এরপর বঙ্গবন্ধুকে নিবেদন করে কথা ও কবিতা পাঠে অংশ নেন, কবি রাহমান ওয়াহেদ, কবি নাসির উদ্দিন, কবি নির্মল ঘোষ, কবি জয়ন্ত দেব, কবি এইচ আলিম,কবি সেলিম রেজা কাজল, কবি আব্দুল মান্নান, কবি লুবনা জাহান, কবি আবেদা আশরাফ, কবি সাহান আরা বিনা, কবি বানী রানী পাল, এম এ জাহিদ, আতিকুর রহমান তুষার ও প্রীতি রাণী। শিশু-কিশোরদের মধ্যে কবিতা আবৃত্তি করে সালমিন মোস্তারী তহুরা, সাদমান সাকিন, আবু মুতা আলী উলফাত, নামিরা রহমান মারিন, বিনতিয়া ইয়াসমিন, উদায়বা আনতারা ফাইরুজ ও তাসনিম সেমন্তি। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুকে নিবেদন করে দলীয় সঙ্গীত পরিবেশন করে মাইদুল ইসলাম, অদিতী বিশ্বাস, জুমি আলম ও নিঝুম মোহন্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া শিশু নাট্যদলের পরিচালক ও কুঁড়ি’র সম্পাদক আব্দুল খালেক।