সৈয়দপুরে রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম শীর্ষক কর্মশালা সমাপ্ত

নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম শীর্ষক কর্মশালা শেষ হয়েছে। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কিছু করি শহরের সুলতান নগরস্থ ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে ওই কর্মশালার আয়োজন করে।
শুক্রবার শুরু হয়ে গতকাল রবিবার (১৩ আগস্ট) বিকেলে সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘটে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক অল্টার, ব্র্যাক দ্বিচারী মুনতাসীর আহাদ, ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রানিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী মেহেদী হাসান ও কম্পিউটার এন্ড যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফিরোজ ওয়াদুদ। তিন দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন রকম রোবট উপস্থাপন করে ভিডিও চিত্রের মাধ্যমে রোবট ও রোবটিক্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
কর্মশালার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম আহমেদ ফারুক, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ।
আয়োজক সংগঠন কিছু করি এর আহ্বায়ক ম, ম, রেজাউল হক বিদ্যূৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক,সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। কর্মশালার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আয়োজক সংগঠন কিছু করি এর যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জোবায়দুল রহমান শাহীন। সমাপণী অনুষ্ঠানে নয়জন অংশ গ্রহনকারী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কর্মশালায় অংশ নিয়ে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাফিমা আক্তার তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এতোদিন আমার শুধুমাত্র টিভি চ্যানেলের পর্দায় কিংবা ইউটিউবে রোবট ও ড্রোন দেখেছি। কিন্তু স্বচক্ষে রোবট ও ড্রোন দেখার সৌভাগ্য হয়নি। অথচ আজ এ কর্মশালা আয়োজনের মধ্যদিয়ে চোখের সামনে বাস্তব রোবট দেখার সুযোগ মিলেছে। এছাড়াও রোবট ও রোবটিক্স বিষয়ে বিস্তারিত জানতে পেলাম। এ জন্য আয়োজক সংগঠন কিছু করি এর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেয় সে।
এর আগে গত শুক্রবার ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধনে করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশনকে সামনে রেখে শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক এবং রোবটিক্স বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সৈয়দপুর উপজেলা ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।