হাকিমপুরে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা
দিনাজপুরের হাকিমপুরে ওড়নায় গলায় ফাঁস দিয়ে ১০ম শ্রেণীর প্রিয়ন্তী পাল (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।
রোববার (১৩ আগস্ট) রাতে পৌর এলাকার চণ্ডীপুর মহল্লায় এঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী চণ্ডীপুর মহল্লার অনিল পালের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া।
ওসি আবু সায়েম মিয়া জানান, আজ রাতে চণ্ডীপুর মহল্লায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করা হয়েছে। কেন সে আত্মহত্যা করেছে জানা যায়নি। তদন্ত চলছে, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মর্গে পাঠানো হবে।