পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানিতে চেক বিতরন অনুষ্ঠান

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এ চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৩ আগষ্ট) সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)খাত হতে বিভিন্ন ব্যক্তি /প্রতিষ্ঠান-কে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আ্যডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দিনাজপুর-৫, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার ব্যবস্হাপনা পরিচালক, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ও মোঃ আমজাদ হোসেন মেয়র পার্বতীপুর পৌরসভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টি এম নুর উজ জামান চৌধুরী জেনারেল ম্যানেজার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।