আদমদীঘিতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআনখানি ও আলোচনা সভা

বগুড়ার আদমদীঘি উপজেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম সাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুরআনখানি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামি ফাউন্ডেশন আদমদীঘি উপজেলা সুপারভাইজার শাহনেওয়াজ আলী সান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আদমদীঘি বাবা আদম (রহ:) এর মাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: আল হেলাল জামালী, মাও: শেখ সাদী, মাও: আলাউদ্দিন প্রমুখ। সভায় ইসলামিক ফাউন্ডেশনের আওতায় মসজিদ ভিত্তিক স্কুলের শিক্ষক ও শিক্ষীকাবুন্দ উপস্থিত ছিলেন।