দক্ষিণ কোরিয়ায় বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিলো সৈয়দপুরের দুই শিক্ষার্থী

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে প্রথমবারের মতো অংশ নিলো নীলফামারীর সৈয়দপুরের দুইজন শিক্ষার্থী। তারা হচ্ছে, শিক্ষার্থী শামামা আলী ও বার্জিস আলী।
এদের মধ্যে শামামা আলী সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ও বার্জিস আলী সৈয়দপুর শহরের ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। তারা বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নেয়ার উদ্দেশ্যে গত ৩১ জুলাই রাতের ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়া যান। সেখানকার (দক্ষিণ কোরিয়া) স্যামানগুমে গত ১ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব স্কাউট জাম্বুরিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ হাজার স্কাউট/ গার্ল-ইন-স্কাউট ও লিডার, কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। আর সেখানে স্কাউটারদের ১২ দিনের ওই ক্যাম্পিংয়ের গার্ল-ইন-স্কাউট হিসেবে বাংলাদেশের নীলফামারী জেলা থেকে শিক্ষার্থী শামামা আলী ও বার্জিস আলী গার্ল-ইন-স্কাউট হিসেবে অংশ গ্রহণ করেন। তারা বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ গ্রহন শেষে গত ১৩ আগস্ট গভীর রাতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা পৌঁছেন।
বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ গ্রহনকারী শামামা আলী ও বার্জিস আলী সহোদর বোন। তারা দুই জনই সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাপড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের সদস্য।
এর আগে তারা উভয়ে শাপলা কাপ অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। তাদের বাবা মো. শাবাহাত আলী সাব্বু ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও মা রুমা আলী ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ।