শেরপুরে শোক দিবসে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। মঙ্গলবার (১৫আগস্ট) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুভসংঘের উপজেলা কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আ.লীগ নেতা আকরাম হোসেন, অত্র বিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম রফিক, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য আবু জাফর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালেরকণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী।
শেষে শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শুভসংঘের বন্ধুরা।