সৈয়দপুরে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন গৃহিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শাক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদ চেয়রাম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সিকান্দার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগের অন্যতম নেতা অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন,বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ও মির্জা সালাহউদ্দিন বেগ প্রমুখ।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সেখানে ১৫ আগস্ট শাহাদাৎবরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মদজিদের পেশা ইমাম মাওলানা মো. জালাল উদ্দিন আহমেদ।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লী নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর শাখাসহ এর সহযোগী অঙ্গসংগঠনগুলো দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পালন করেছে। দলীয়ভাবে গৃহিক এ সব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার নিবেদন, আলোচনা সভা, মৌন মিছিল, বঙ্গবন্ধু নামের গরু কোরাবনি ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ প্রভূতি।
অপরদিকে,বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।