পোরশায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নওগাঁর পোরশায় ৫শ ৫০গ্রাম হেরোইন ও ৩হাজার ৮শ ১৫পিস ইয়াবাসহ আরজিনা(৩৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী আরজিনা উপজেলার ছাওড় গ্রামের মজিবর রহমানের মেয়ে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদ পেয়ে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নারী মাদক ব্যবসায়ী আরজিনার বাড়িতে অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ির ভিতরে মাটির নিচে পুঁতে রাখা ৫শ ৫০গ্রাম হেরোইন ও ৩হাজার ৮শ ১৫পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এসআই হারুনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নারী মাদক ব্যবসায়ী আরজিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোরশা থানার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে নওগাঁ ও বগুড়াসহ রাজধানী ঢাকার বিভিন্ন ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন। গতকাল বিকালে আরজিনাকে পোরশা থানায় সোপর্দ করেছেন বলেও তিনি জানান।