বগুড়ায় ১৫ আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহনের নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় দোয়া মাহফিল ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বি স্বাধীন, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, ছাত্রলীগ নেতা মাহফুজার রহমান, ইমরান, শুভ, রবিউল ইসলাম সানি, মেহেদী, সৈকত, পারভেজ, জোবায়ের সরকার শিহাব, তানজিম, বিজয়, মেরাজ, বিদ্যুত, মেফতাহুল, আমিনুর, তানভীর প্রমুখ।