শাজাহানপুরে যুবলীগের জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আবু সাইদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রঞ্জু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সদস্যবৃন্দ শাহাদত হোসেন, আপেল মাহমুদ, গোলাম হোসেন, শাকিল আহম্মেদ,যুবলীগ নেতা রেজাউল করিম মহব্বত,শহিদুল ইসলাম, হারুন অর রশিদ, স্বপন কুমার মুক্তি, জাহেদুর রহমান বাচ্চু, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, সাজু আহম্মেদ, মোখছেদুর রহমান মোখছেদ, আবু তালেব, হুমায়ন হাফিজ, মামুনুর রশিদ, মনিরুজ্জামান মনির, আইয়ুব, কাফি, রবিউল, সাইফুল ইসলাম প্রমুখ।