শিবগঞ্জে ৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু

শিবগঞ্জ উপজলার ৪টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শান্তি পূর্ণভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার শিবগঞ্জ সরকারি সরকারি মোজাফ্ফর হোসেন কলেজ কেন্দ্রে চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, গুজিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, আলিয়ারহাট হুরমত উল্লাহ রহমতুল্লা কলেজ সহ ৩টি কলেজের ছাত্রছাত্রীরা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট পরীক্ষার্থী ২১১ জন। অনুপস্থিত নাই। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা মৎস্য অফিসার আব্দুস শাকুর।
চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে পিরব ইউনাইটেড ডিগ্রী কলেজ, দাড়িদহ মোশারফ মন্ডল কলেজ, কিচক টেকনিক্যাল কলেজ সহ ৩টি কলেজের ছাত্রছাত্রীরা এ কলেজে পরীক্ষায় অংশ গ্রহন করে। ১ম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯১ জন। অংশ গ্রহণ করে ১৮৬ জন এবং অনুপস্থিত ৫ জন। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পল্লী উন্নয়ন অফিসার হাশেম আলী ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা।
কেন্দ্রগুলি পরিদর্শন করেন ভারপ্রাপ্ত ইউএনও মোঃ তাসনিমুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ।