শিবগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু পদোন্নতি জনিত কারণে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শিবগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও মোঃ তাসলিমুজ্জামান এর সভাপতিত্বে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদু রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, মৎস্য কমকর্তা আব্দুস শাকুর, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিপুল সরকার, মেডিকেল অফিসার ডা. এইচ.এম ইমরান, ফয়সাল ফারুক, ডা. নুরে জান্নাত, ডা. জারিন আনজুম আশা, ডা. শাহরিয়ার তমাল, ডা. মাহাবুব আলম সুমন, ডা. আতিকুর রহমান, ডা. জাহেদুর রহমান, শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বাস্থ্য কর্মী মিনহাজুল ইসলাম শামীম।