বিএনপি জামাতের শাসনামলে দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও তালেবানি রাষ্ট্রে পরিণত করেছিল

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা করে দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। সন্ত্রাসীদের গডফাদার তারেক রহমানের নির্দেশে তথাকথিত হাওয়া ভবনের তত্ত্বাবধানে এই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা হয়। জেএমবির বাংলা ভাই সহ সকল জঙ্গি সংগঠনের উৎপত্তি হয়েছে জোট সরকারের পৃষ্ঠপোষকতায় আর হাওয়া ভবন এদের পরিচালনা করতো। দেশকে একটি জঙ্গিবাদী ও তালেবানি রাষ্ট্র বানানো তাদের মূল লক্ষ্য ছিল। এই হামলায় তিনশ জায়গায় পাঁচশটিবোমা বিস্ফোরণ করে দু,জন নিহত ও দু, শত সাধারণ মানুষকে আহত করেছে। এই দেশ শান্তিতে থাকুক বিএনপি- জামাত তা কখনোই চাই না। তিনি বলেন শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামীলীগ ২০০৮ সালে সরকার গঠন করে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস দমন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ সন্ত্রাসওজঙ্গিবাদ মুক্ত রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। কিন্তু দুঃখের বিষয় শান্তিপ্রিয় এই দেশে আবারো সন্ত্রাস ও জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর জন্য বিএনপি জামাত চক্রান্ত শুরু করেছে। তাদের এই অপতৎপরতা ও চক্রান্ত রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।
তিনি আজ বিকাল চারটায় দলীয় কার্যালয় সামনে জেলা আওয়ামীলীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এসব কথা বলেছেন।
সমাবেশে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন বিএনপি কানাডার আদালতে সন্ত্রাসী সংগঠন হিসেবে আবারো প্রমাণিত হয়েছে। এই বিএনপি জামাত সরকার তাদের ছত্রছায়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর জন্ম দিয়েছিল। এদেশের মানুষের মাঝে তারা ভীতি সৃষ্টি করেছিল। যেমনটা বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে জিয়া তার রাজত্ব সৃষ্টি করেছিলেন। বিএনপির বরাবরই সন্ত্রাসী সংগঠন। তারেক জিয়া ছিল এদের অন্যতম মদনদাতা। আমাদের দেশের উন্নয়ন করতে নয় লুটপাটে ব্যস্ত ছিল বিএনপি জামাত। তারা জোট সরকারের নামে দেশে জঙ্গি সরকারের উত্থান করেছিল। এদেশের মানুষের ভাগ্যোন্নয়ন নয় বরং ক্ষতিসাধন ছিল তাদের উদ্দেশ্য। তাই সারাদেশে জেএমবি বোমা হামলার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছিল। আমরা এই জেলা থেকে এই হামলার সাথে জড়িত সকলের বিচার দাবি করছি।
আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, এডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট আমানুল্লাহ, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, আব্দুল্লাহ আল রাজী জুয়েল,নাসরিন রহমান সীমা, আনিসুজ্জামান মিন্টু,মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মুমিন তারিক,খালেকুজ্জামান রাজা, মাহফুজুল ইসলাম রুমেল,আবু ওবায়দুল হাসান ববি, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, ইমরান হোসেন রিবন, রাহুল গাজী, তহিদুল করিম কল্লোল, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস, আব্দুস সালাম, কামরুল মোর্শেদ আপেল, শুভাশিস পোদ্মার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, সাবরিনা সরকার পিংকি, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় জেলা আওয়ামীলীগ,অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।