বগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বগুড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী সভাপতি মজিবর রহমান মজনু। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। সভায় বক্তাগন বলেন,বিএনপি জামাত একটি সন্ত্রাসী সংগঠন।তারা স্বাধীনতার পর হতেই দেশে অরাজকতা সৃষ্টি করে চলেছে। তারা এই আগস্টে গ্রেনেড হামলা,সিরিজ বোমা হামলা সহ প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মহড়া দিয়েছে। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশে হত্যা খুনের রাজনীতি শুরু করে দেশকে পাকিস্থানী ধারায় পরিচালিত করতে চায়। তারাই বঙ্গবন্ধু হত্যা,জেল হত্যাকান্ডের বিচার আইন করে বন্ধ করে রেখেছিল। থানায় জিডি পর্যন্ত করতে দেয়নি।
ক্যানাডার আদালত বিএপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এখন তারা মানবাধিকারের কথা বলে। যখন তারা মানুষ হত্যা করেছে, পুড়ে মেরেছে, বোমা গ্রেনেড হামলা চালিয়েছে।তখন কোথায় ছিল মানবাধিকার। বিএনপির রাজনীতি মানেই ষড়যন্ত্র ও মিথ্যাচারের রাজনীতি।
সামনে জাতীয় নির্বাচন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে। সকল আন্দোলন সংগ্রামে স্বতঃফুর্ত অংশগ্রহণ করে সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু,এ্যাডঃ জাকির হোসেন নবাব,সুলতান মাহমুদ খান রনি, ,আবু ওবায়দুল হাসান ববি, কামরুল মোর্শেদ আপেল,জুলফিকার রহমান শান্ত, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, রাশেকুজ্জামান রাজন,সজীব সাহা।