পঞ্চগড়ে বিনামূল্যে ৭ হাজার গাছের চারা বিতরণ

বন বিভাগের সুফল প্রকল্পের আওতায় পঞ্চগড়ে বিনামূল্যে ৭ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোজাহারুল হক প্রধান।
উপজেলা প্রশাসন ও বনবিভাগ পঞ্চগড় সদর বৃহস্পতিবার সকালে এ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। পঞ্চগড় সদর উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমলকি,কদবেল,জলপাই, মেহগনি, হরতকি বহেড়া,আকাশমনি গোলাপজাম সহ বিভিন্ন বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৫ হাজার চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মোসলেম উদ্দিন শাহ, বন বিভাগের রেঞ্জ অফিসার মধুসূদন বর্মন প্রমুখ।
অপরদিকে একই দিনে আটোয়ারী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়। পঞ্চগড় বন বিভাগের রেঞ্জ অফিসার মধুসূদন বর্মন বলেন, পর্যায়ক্রমে ১৮হাজার গাছের চারা বিতরণ করা হবে।