আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক বহিস্কার

মানবতাবিরোদী অপরাধের মামলার আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত আসামী দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারনে বগুড়ার আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক আহসান হাবীবকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বগুড়া জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারন সম্পাদক রাশেকুজ্জামান রাজনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস পিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানাগেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,সংগঠন বিরোধী,শৃংখলা পরিপন্থী এবং সংগঠনের মর্যাদা ক্ষৃন্ন হয় এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। এবিষয়ে সাময়িক অব্যাহতি পাওয়া উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক আহসান হাবীব এ প্রতিনিধিকে বলেন,জেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি জানানো হয়েছে। তিনি আরো বলেন,আবেগ জড়িত হয়ে ১৪ আগষ্ঠ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। দলীয় শৃংখলার বিষয়টি মাথায় আসার পর পোস্টটি ডিলিট করে দিই। এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। বগুড়া জেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক রাশেকুজ্জামান রাজন বিষয়টি নিশ্চিত বরে বলেন,সংগঠন বিরোধী ও আর্দশ বিরোধী কর্মকান্ড করায় আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক আহসান হাবীবকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।