পার্বতীপুরে কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুরে কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) বিকেলে এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বতীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে এ্যাফেক শিক্ষা পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন,মেয়র,পার্বতীপুর পৌরসভা। এ্যাফেক শিক্ষা পরিবার প্রধান মোঃ আক্তারুজ্জামান এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কৃর্তী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরাফাত জামিল।