কৃষকের স্বপ্নের সারথি বীর মুক্তিযোদ্ধা ডা. মকবুলের স্বরণ সভা

বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির উদ্যোগে অদ্যই সন্ধ্যা ৬.০০ টায় কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালের সভাপতিত্বে প্রথম স্মরণ সভায় কৃষকনেতা ডা. মকবুল হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নেতৃবৃন্দ বলেন, ডা. মকবুল হোসেন কৃষি ও কৃষকের পাশে থেকে কৃষকদের ন্যায্য দাবী আদায়ের লড়াই সংগ্রাম করেছেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সহ দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের সৈনিক ছিলেন। তার আদর্শ প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ অবিলম্বে কৃষি পণ্যের লাভজনক দাম, কৃষি বীমা চালু সহ কৃষক সমিতির দাবী মেনে নেওয়ার জোর দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির, এ্যাড লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ,সদস্য শাহনেওয়াজ কবির খান পাপ্পু, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড হাফিজ আহম্মেদ, সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, কৃষকনেতা আকতার-উজ-জামান টুটুল, সোহানুর রহমান সোহান, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সদস্য প্রান্ত প্রমূখ।