সান্তাহার ট্রাক চালক কল্যান সমিতির সাধারণ সভা

শুক্রবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ট্রাক চালক কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টায় শহরের রেলওয়ে মালগুদাম রোডে অবস্থিত সমিতির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, আদমদীঘি থানার অফিসার ইনচার্য রেজাউল করিম, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্য আলমাস আলী সরকার, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, সান্তাহার ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাজা, অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলাম, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মন্টি প্রমুখ। সাধারণ সভায় কন্ঠভোটে আক্কাছ আলী ফের সভাপতি এবং নতুন মুখ হিসাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমদাদুল হক।