প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১০:৪৩

কাতেবুন্নেছা পারভীন উপজেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
কাতেবুন্নেছা পারভীন উপজেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোছা. কাতেবুন্নেছা পারভীন উপজেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সিনিয়র সহকারি শিক্ষক মোছা. কাতেবুন্নেছা পারভীন গত ১৯৯৯ সালে ২৫ নভেম্বর সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে অতি দক্ষতা ও সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন তিনি। তিনি শিক্ষকতার পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও  স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত থেকে জনহীতকর কাজ করে থাকেন। এর মধ্যে অন্যতম হলো বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও নীলফামারী জেলা সভাপতি। এছাড়াও তিনি রোবটিকস্ সম্পর্কিত ‘কিছু করি’ সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও  সোসাইটি ফর ওয়ার্ল্ড  হিউম্যান রাইট অফ বাংলাদেশ এর নীরফামারী জেলা আহবায়কের দায়িত্ব পালন করছেন।   তিনি নীলফামারী সদর উপজেলার আব্দুল কাদের জিলানী ও মাহবুবা ইসলাম দম্পতির মেয়ে। 

 

উপরে