প্রকাশিত : ১৯ মে, ২০২৪ ২১:৫৯

নন্দীগ্রামে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ মে) দুপুরে নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলা উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এরপর একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম।

উপরে