প্রকাশিত : ১৯ মে, ২০২৪ ২২:০৪

সৈয়দপুরে দুপ্রক'র আয়োজনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে দুপ্রক'র আয়োজনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে)  শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর  সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সেখানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব  করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ। 

সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় প্রতিযোগিতা সংগঠনের সদস্য ম, আ, শামীম,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজেরঅধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল,  সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, হোসনে আরা লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

কুইজ ও রচনা প্রতিযোগিতায়  উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের  মাধ্যমিক পর্যায়ের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

 

উপরে