প্রকাশিত : ২২ মে, ২০২৪ ১১:৫৭

সাপাহারে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারেও  শেষ হয়েছে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনা শেষে আসছে ফলাফল। বিকেল  থেকে বিভিন্ন কেন্দ্র হতে ফলাফল আসা শুরু হয়। 

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ২য় ধাপে উপজেলার ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কোন জায়গায় বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটেনি।

মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন।  এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন জানান, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে  আনারস প্রতিক নিয়ে বেসরকারী ভাবে ৩৯৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলহাজ¦ শাহজাহান হোসেন,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মটরসাইকেল প্রতিক পেয়েছেন ৩৪৫২৭ ভোট। ৫৫২৫ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন।

ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েলে প্রতিক নিয়ে আলহাজ নইমুদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকে মোসা:ফাইমা খাতুন বিজয়ী হয়েছেন।

উক্ত নির্বাচন ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জান টকি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপরে