প্রকাশিত : ২৪ মে, ২০২৪ ১৪:৪৪

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো দুই শতাধিক ঘর

অনলাইন ডেস্ক
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো দুই শতাধিক ঘর

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার থাইংখালী ১৩ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি বলেন, খবরটি জানতে পেরে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

অগ্নিকাণ্ডে দুই শতাধিক বসতঘর পুড়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা।

তিনি জানান, আগুন লাগার খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়। এর মধ্যে  ৫টি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বাকি ৪টি ইউনিট ফেরত পাঠানো হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি তিনি। পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা।

উপরে