রাণীনগরে দরিদ্র বৃদ্ধের তিনটি গরু চুরি

নওগাঁর রাণীনগরে এবার দরিদ্র বৃদ্ধের গোয়াল ঘর থেকে একমাত্র সম্বল তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামের জসিম উদ্দীনের ছেলে দরিদ্র বৃদ্ধ নাসির উদ্দীন মন্ডলের গোয়াল ঘর থেকে গরু তিনটি চুরি হয়। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এনিয়ে গত ৮দিনে ১০টি গরু চুরির ঘটনা ঘটল।বৃদ্ধ নাসির উদ্দীন জানান,বৃহস্পতিবার সন্ধায় তার একমাত্র সম্বল তিনটি গরু বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পান তিনটি গরুই গোয়াল ঘর থেকে চুরি হয়ে গেছে। গরু তিনটির মুল্য প্রায় একলক্ষ ৫০হাজার টাকা হবে বলে জানান তিনি। তিনি বলেন,বাড়ীর ভিটে এবং ওই তিনটি গরু ছাড়া তার কোন সম্বল নেই। গরুগুলো লালন পালন করে যে আয় হয় তা দিয়েই সংসার চলতো। অথচ চোরেরা একমাত্র সম্বল গরু তিনটিই চুরি করে নিয়ে গেলো।
এর আগে বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রামের জাহিদুল ইসলাম আলেমের একটি, ৩মে রাতোয়াল গ্রামের মজিবুর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের চারটি এবং গত ৩০এপ্রিল গুয়াতা গ্রামের সিদ্দিক তালুকদারের গোয়াল ঘরের তালা কেটে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় থানাপুলিশ কাউকে গ্রেফতার বা চুরি হওয়া গরুগুলো এখনো উদ্ধার করতে পারেনি।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,শিয়ালা গ্রামে গরু চুরির ঘটনায় সেখানে পুলিশ পাঠিয়ে পরিদর্শণ করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার এবং জরিতদের ধরতে অভিযান চলছে।