ঘোড়াঘাটে শ্বশুর বাড়ির লোকজন জামাই বাড়িতে এসে মারপিট করে তার মেয়েকে টাকা সহ নিয়ে যাওয়ার অভিযোগ

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুর বাড়ির লোকজন জামাই বাড়িতে এসে মারপিট করে ১ লক্ষ ৬০ হাজার টাকা সহ তাদের মেয়েকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘোড়াঘাট থানার অভিযোগ সুত্রে জানা যায়, গত ৮ বছর পূর্বে ঘোড়াঘাট উপজেলার অহিউড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই উপজেলার বলাহার গ্রামের মশিউর রহমানের কন্যা মৌসুমী আক্তারের বিয়ে হয়। তাদের সংসার চলাকালে মৌসুমী আক্তারের কোলে ১টি ৮ মাস বয়সের কন্যা সন্তানের জন্ম হয়। এর এক পর্যায়ে গতকাল রাত ৯ টায় সিরাজুল ইসলামের স্ত্রী মৌসুমী আক্তারের সঙ্গে ঝগড়া-বিবাদ শুরু হয়। ওই সময় মৌসুমী আক্তার তার বাবার বাড়িতে মোবাইল ফোনে কল করলে তার বাবা মশিউর রহমান সহ তার লোকজন এসে তার বিয়াই, জামাইসহ বাড়ির লোকজনকে মারপিট করে তাদের বাড়িতে থাকা ধান বিক্রয়ের ১ লক্ষ ৬০ হাজার টাকা সহ তার মেয়েকে নিয়ে যায়। গ্রামের লোকজন আমিরুল ইসলাম সহ তার ছেলে সিরাজুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আমিরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় অভিযোগ করেছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি নাজমূল হকের সঙ্গে কথা বললে সে জানান, ব্যাপারটির তদন্ত চলছে।