১২০ বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বগুড়া মিশন প্রাথমিক বিদ্যালয়

বগুড়ার সদরের সুত্রাপুরের গোহাইল রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া মিশন প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ১২০ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ১৯০৮ সালে চার্চেস অব গড মিশনের শিক্ষা প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জেলার অন্যতম প্রাচীন ও নামকরা প্রতিষ্ঠান হিসেবে সর্বজন স্বীকৃত।
প্রতিষ্ঠার শুরু থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীকে সমানভাবে শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের স্ব-স্ব ধর্ম অনুযায়ী ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। যার পাঠ্যক্রমে শুধু পরীক্ষায় ভালো ফলাফলের দিকেই গুরুত্ব দেয়া হয় না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, সৎ চরিত্র এবং দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।
স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বলেন, আমার ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ছে এবং স্কুলটির নিয়মিত ক্লাস ও ভালো পাঠপরিকল্পনা শিক্ষার্থীদের সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা রাখছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রতিষ্ঠানটি শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তার গৌরবময় ইতিহাস ধরে রেখেছে এবং নিয়মিত পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছে। আমরা বিদ্যালয়টিকে আরও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছি। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, আমরা চাই শিক্ষার্থীরা হয়ে উঠুক একজন দায়িত্বশীল, সৎ এবং মানবিক গুণসম্পন্ন নাগরিক। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে একতা, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বিকাশে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। অভিভাবকরা আমাদের ওপর আস্থা রাখছেন এবং তাদের সন্তুষ্টিই আমাদের চলার অনুপ্রেরণা।
বগুড়া চার্চেস অব গড মিশনের প্রশাসনিক কর্মকর্তা ডোনাল্ড দাস বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে, যারা আজ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার হার বাড়ানো নয়, বরং শিক্ষার মান বজায় রেখে প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বগুড়া মিশন প্রাথমিক বিদ্যালয় যেন আগামী প্রজন্মের জন্যও একটি আলোকবর্তিকা হয়ে থাকে, সে জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
বগুড়া মিশন প্রাথমিক বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহাসিক শিক্ষাপীঠ যা প্রজন্ম থেকে প্রজন্মে আলোকিত সমাজ গঠনে নির্বিচারে অবদান রেখে চলেছে। শত বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মননশীলতা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে। এটি শিক্ষার আলো জ্বালানোর একটি দীপশিখা। আগামীতেও বিদ্যালয়টি একই ধারাবাহিকতায় দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।