বগুড়ায় স্কুল ব্যাগ থেকে ৮ কেজি গাজাসহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার

বগুড়ায় গত ১২ই মে দিবাগত রাত পৌনে ২টার সময় শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর এন্ড রুবেল সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর হতে মোকামতলা পুলিশ ফাঁড়ি অভিযান চালায়। এতে ০৪টি স্কুল ব্যাগ থেকে ০৮ কেজি মাদকদ্রব্য গাজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীরা লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার গোডল ইউনিয়নের সরকারপাড়া গ্রামের নুরুজ্জামান ইসলামের ছেলে মাজেদুল ইসলাম (২০), চলবলা ইউনিয়নের উত্তর বান্দের কুড়া গ্রামের আনসার আলীর ছেলে মমিনুল ইসলাম (৩০), একই ইউনিয়নের নিথক ঢাকাইটারী গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মমিনুল ইসলাম (২২), নিছক চলবলা গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০)। উক্ত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এছাড়াও ধৃত আসামিদের মধ্যে ১নং হতে ৪নং আসামীর বিরুদ্ধে পূর্ব হতেই ১টি করে মাদকদ্রব্য সংক্রান্ত মামলা চলমান আছে।