সৈয়দপুরে সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর সরকারি কলেজ শাখা। সংগঠনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৫মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সিহাব ইসলাম ও সাধারণ সম্পাদক রিদয় প্রামানিক।
এতে বক্তারা অবিলম্বে ছাত্রদল নেতা মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব মো. আব্দুল কবির, খাতামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজু, ছাত্রনেতা সিফাত ইসলাম, আদর, ইসমে সিফাত, লিমন, নাফিজ, মাহফুজ, বাসারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।
একই দাবিতে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন কলেজেও ছাত্রদলের অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।