গাবতলীতে তিন ফসলি কৃষি জমির মাটি কর্তন-থানায় অভিযোগ

বগুড়ায় গত ১৪ই মে দিবাগত রাতে গাবতলী সদর ইউনিয়নের চকসেকেন্দার গ্রামের মৃত গুরুপদ শীল ছেলে বাদী ফটিক শীল (৫১) এর ভোগদখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে মহিষাবান ইউনিয়নের ধোড়া গ্রামের মৃত বাচ্চু সরকারের ছেলে বিবাদী দুলাল সরকার (৫৫) অবৈধ ভাবে জোরপূর্বক মাটি বিক্রি করছে। এতে ভুক্তভোগী বাদী গতরাতে সাড়ে ৮টার সময় গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায় যে, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া গ্রামের দিঘের বিল নামক স্থান হতে তিন ফসলি কৃষি জমি থেকে মাটির উপরিভাগ সহ আনুমানিক ১৫/২০ ফিটের অধিক জায়গা গভীর ভাবে মাটি খনন করে ইট ভাটাতে বিক্রয় করছে। বিবাদী ভূমি দস্যু দুলাল সরকার ও তার সহযোগীরা। উক্ত জমির মালিক বাদী ফটিক চন্দ্র শীল পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে চাষাবাদ করে ভোগদখল করতেছে। উক্ত বিবাদী ও তার অজ্ঞাতনামা লোকজন বিভিন্ন সময় বাদীর ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক অবৈধ ভাবে দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে উক্ত সম্পত্তি হতে ভেকু দ্বারা মাটি খনন করে বর্তমানে জমি থেকে মাটি বিক্রয় করে ইট ভাটাতে বিক্রয় করছে। এতে বাদী ও তার লোকজন বাঁধা দিলে বিবাদী ও তার লোকজন বাদীয় ও তার পরিবারের লোকজনদের সাথে খারাপ আচার আচারণ, গালিগালাজ সহ নানা রকম ভয়ভীতি হুমকি প্রদান করে। এছাড়াও উক্ত বিবাদী যোগসাজার করে তার ছেলে রিপন সরকার (২৫) কে দিয়ে বাদী করে গাবতলী সহকারী জজ আদালত মোকদ্দমা নং-১৯৬/২০২১ অন্য দায়ের করে। যাহা বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা শর্তেও একের পর এক এধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ প্রয়োজনীয় আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।