সৈয়দপুরে অগ্নিকান্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। গত শুক্রবার (১৬ মে) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উত্তর সোনাখুলী ঋষিপাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে পরিবারগুলোর ১৪টি টিনের ঘর, মূল্যবান আসবাপত্র, কাপড়চোপড়, ধান-চাল, গরু-ছাগল নগদ টাকাসহ ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুনের খবর পেয়ে নীলফামারীর উত্তরা ইপিজেড ও সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের সদস্যরা সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে উল্লিখিত এলাকার বাতাসির বাড়ি থেকে প্রথমে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। পরে মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের কল্পনা বালা, বাজমি, রবি ও শুরেস এর বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে নীলফামারীর উত্তরা ইপিজেড ও সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার আগে ওই পরিবারগুলোর ১৪টি টিনের ঘর, ঘরের থাকা আসবাবপত্র, মূল্যবান কাপড়- চোপড়, ধান-চাল, গরু-ছাগল, নগদ অর্থসহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা শুধুমাত্র নিজেদের পরণের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেননি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
নীলফামারীর উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম বলেন, অগ্নিকান্ডস্থলটি ছিল অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। আমরা খবর পেয়ে দ্রæততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আরও প্রায় ৫০০ বাড়িঘর আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, আগুনের সঠিক কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে কাজ চলছে।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ জানান, ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উত্তর সোনাখুলি ঋষিপাড়ায় শুক্রবার রাতে সংঘটিত আগুনের ঘটনার বিষয়ে গতকাল শনিবার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিতভাবে অবগত করা হয়েছে।