কাহালুতে মা ও শিশু বিষয়ক কর্মসূচীর উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

শনিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ আয়োজনে মা ও শিশু বিষয়ক কর্মসূচীর “বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা কমিটির প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমাম আহম্মেদ, কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা পারভীন নাহার, দুপচাঁচিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খালেদা ইয়াসমিন, কাহালু উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল্লাহেল কাফী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি, উপজেলা আইসিটি অফিসার শাহরিয়ার ছিদ্দিক, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রঞ্জু, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, নারহট্র ইউ পির প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, কাহালু সদর ইউ পির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম (ঠান্ডু), বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কান্তা চক্রবত্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংকের প্রতিনিধি ও ইউ পির সচিববৃন্দ।