আদমদীঘিতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেক্স
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ও বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ’র নির্দেশে আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ শাখার হেল্পডেস্ক থেকে এইচএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সিট প্ল্যান খুঁজে পেতে সহযোগিতা, পরীক্ষার কাজে ব্যবহৃত সামগ্রী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাস্ক, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা হইতে পরীক্ষা চলাকালীন সময়ে রহিম উদ্দিন ডিগ্রী কলেজ গ্রেটের সামনে এই হেল্প ডেক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জনাব রিয়ন সরকার, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ শাখার নবনির্বাচিত সভাপতি আহসান হাবিব, সহ-সভাপতি সিয়াম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জিম, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার, আতিকুল ইসলাম সেজান সহ রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা নাফিউল ইসলাম, আপন প্রমূখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ