আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজা-মদসহ মা-মেয়ে গ্রেপ্তার
.jpg)
নওগাঁর আত্রাইয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মা-মেয়ে ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এক কেজি গাঁজা ও ২৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় এসব অভিযান চালানো হয়।
ডিবির ওসি মোস্তাফিজ হাসান জানান, আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রোবোয়ালিয়া এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে নাটোরের সিংড়া উপজেলার সিদ্দিকুর রহমান (৫৫) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আত্রাই উপজেলার বান্দাইঘাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রেখা বিবি (৫৮) ও মেয়ে হাফিজা বিবি (৪২) কে ২৫ লিটার দেশি মদসহ আটক করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে আত্রাই থানায় পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯