বগুড়ায় টিএমএসএস ফিটনেস সেন্টার ও জিম এর উদ্বোধন

বগুড়ায় শুক্রবার বিকেলে পাঁচ তারকা মম ইন হোটেলের ওয়েভ ওয়াটার পার্ক কমপ্লেক্স সংলগ্ন সর্বসাধারণের জন্য “টিএমএসএস ফিটনেস সেন্টার ও জিম” এর উদ্বোধন করা হয়েছে।
টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এসময় তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ব্যায়ামের কোন বিকল্প নেই। সেক্ষেত্রে সর্বসাধারণের কথা চিন্তা করে আন্তর্জাতিক মানসম্পন্ন এই ফিটনেস সেন্টারটি ইতিবাচক ভূমিকা রাখবে। সুপরিকল্পিতভাবে পুরো টিএমএসএস এলাকায় যেভাবে ইতিবাচক অবকাঠামগত উন্নয়ন সাধিত হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও পুন্ড্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, পাঁচ তারকা হোটেল মমইনে যে জিম বা ফিটনেস সেন্টারটি রয়েছে তা মূলত হোটেলের অতিথিদের ব্যবহারের জন্য। তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে টিএমএসএস মেডিকেল কলেজে অনেক বিদেশী শিক্ষার্থীরাও অধ্যয়নরত আছেন। শুধু তাই নয় টিএমএসএস এর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হাজারো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ফিটনেস সেন্টার। তাই খুবই স্বল্প খরচে সকলে যেন ব্যায়াম করতে পারে এবং নিজেদের শারীরিকভাবে সুস্থ রাখতে পারে সেই লক্ষ্য নিয়েই উদ্বোধন করা হলো এই অত্যাধুনিক ফিটনেস সেন্টারটি। এসময় বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার বলেন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ করে বর্তমান প্রজন্মের সকলে যদি ক্রীড়াঙ্গণে অংশগ্রহণ এবং শারীরিক সুস্থতায় নিয়মিত ব্যায়াম করে তাহলে সেটি সকলের জন্যেই মঙ্গলকর। তিনি বলেন, নব উদ্বোধনকৃত এই ফিটনেস সেন্টারটি মমইন এলাকাতে হলেও এটি টিএমএসএস এর একটি প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ধীরে ধীরে এটিকে আরো যুগোপযোগী যন্ত্রপাতিতে সজ্জিত করা হবে। আর টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম বলেন, তাদের সংস্থার যাত্রা যেহেতু নারী নেতৃত্ব ও অংশগ্রহণের মধ্য দিয়ে তাই এই ফিটনেস সেন্টারটি তে রাখা হয়েছে আলাদা পোশাক পরিবর্তনের কক্ষ, মানসম্মত টয়লেট ও ব্যক্তিগত লকার সুবিধা। যেখানে নারী ও পুরুষ সকলে আলাদা আলাদা শিফটে ব্যায়াম করার সুযোগ পাবেন। তিনি সকলকে টিএমএসএস এর পক্ষে স্বল্প খরচে প্রতিষ্ঠানটিতে নিয়মিত ব্যায়ামের আমন্ত্রণ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটা: ডা. মোঃ মতিউর রহমান, টিএমসি ও আরসিএইচ এর পরিচালক বিগ্রেঃ জেনারেল (অবঃ) ডা. মোঃ জামিলুর রহমান প্রমুখ।