সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ঈষর্ণীয় ফলাফল

বরাবরের মতো এবারেও (২০২৫ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ঈষর্ণীয় ফলাফল বয়ে এনেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে উপজেলায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে। এতে কওে এবাওে অনেক বেশি খুশী ও আনন্দিত প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের (২০২৫ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে ২৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এদের মধ্যে বাংলা মিডিয়ামের ২২৩ জন এবং ইংলিম মিডিয়ামের ১৭ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলা ও ইংলিশ মিডিয়ামের উল্লিখিত সংখ্যক শিক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে বাংলা মিডিয়াম থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৭৩ জন এবং অবশিষ্টরা পেয়েছেন ‘এ’ গ্রেড। অন্যদিকে, ইংলিশ মিডিয়ামের ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন পেয়েছেন জিপিএ-৫। আর বাকি দুইজন পরীক্ষার্থী পেয়েছেন ‘এ’ গ্রেড।
গত বৃহস্পতিবার প্রকাশিত এমন ঈষর্ণীয় ফলাফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, উপাধ্যক্ষ (কলেজ), (উপাধ্যক্ষ স্কুল) ও উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দেও বন্যা বয়ে যায়। ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির উচ্ছ্বসিত সকলেই প্রতিষ্ঠান চত্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যাপক আনন্দ উল্লাস করেন। এ সময় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিজ হাতে মিষ্টি মুখ করান প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ।
এ সময় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বিগত দিনের চেয়ে এবাওে আমরা অনেক ভাল ফলাফল বয়ে এনেছি। ফলে আমরা অনেক অনেক বেশি খুশী ও আনন্দিত। আর এবাওে আমরা যে সব শিক্ষার্থীদেও নিেিয় খুব বেশি চিন্তিত ছিলাম, তারাও ভাল ফলাফল করেছেন।
তিনি বলেন, এই কৃতিত্বপূর্ণ ফলাফলের সম্পূর্ণ অবদান শিক্ষার্থীদের। তারা অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে। সেই সঙ্গে সকল শিক্ষক-শিক্ষার্থীরা নিবেদিতভাবে পাঠদান করেছেন। তারা (শিক্ষক) শিক্ষার্থীদের দূর দূরান্তে বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক তদারকি করেন। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ ও দূর্বল দিকগুলো চিহ্নিত করে সেভাবে ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করি। এতে করে প্রতিষ্ঠানের আশানুরূপ ফলাফল বয়ে আনা সম্ভব হয়েছে।