আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার

আদমদীঘির সান্তাহারে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুন্না (৩৫) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় আদমদীঘির সান্দিড়া পশ্চিমপাড়া জনৈক বক্কর আলীর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা উপড় থেকে ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌরসভা এলাকায় ডিউটি রত অবস্থায় জানতে পারেন সান্দিড়া পশ্চিমপাড়ায় মাদক বেচাকেনা চলছে। এসময় সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে জনৈক বক্কর আলীর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা উপড় পৌঁছামাত্র অপর কয়েকজন পালিয়ে গেলেও মুন্না নামের ওই মাদককারবারিকে আটক করে তার হেফাজতে বিশেষ কায়দার রাখা ২৫ পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।