পঞ্চগড়ে ডিডব্লিউবি চক্রের উপকারভোগী বাছাই কর্মসূচি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ২০২৫-২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট (ডিডব্লিউবি) উপকারভোগী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে । রবিবার দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ রায়ের উপস্থিতিতে এ বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক(অ.দা.) এ. কে. এম ওয়াহিদুজ্জামান, পঞ্চগড় সদর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও মাগুড়া ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুড়া ইউনিয়নের সভাপতি আনোয়ার সাদাত, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী মাগুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরজাহান বেগম, ইউপি সদস্য আজিজার রহমান, লতিফুল ইসলাম রাজু গোলাম রব্বানী প্রধান, খোতেজা আক্তার, আফসানা আক্তার, লিলি আক্তারসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আবেদনকারীর বয়সসীমা ২০ হতে ৫০ বছর হতে হবে। আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। পরিবারে কর্মক্ষম অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী আছে এবং কোন উপার্জনক্ষম সদস্য অথবা অন্য কোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই।সরকারের চলমান অন্য কোন সামাজিক নিরাপত্তা কর্মসূচি/প্রকল্পের উপকারভোগী নন।
২০১৯-২০২০ এবং ২০২১-২০২২ চক্রে ভিজিডি কার্ডধারী ছিলেন না এমন মহিলারাই উপকারভোগী হিসেবে বিবেচিত হবে।লটারির মাধ্যমে এ বাছাই পড়বে ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে ২৬২ জন কে বাছাই করা হয়।লটারির মাধ্যমে বাছাইকৃত উপকারভোগীদেরপ্রতি মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে। মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ রায় বলেন, সুষ্ঠু ভাবে এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।