সৈয়দপুরে ১৬টি মাদ্রাসা থেকে মাত্র চারজন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

সদ্য প্রকাশিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৬টির মধ্যে তিনটি মাদ্রাসা থেকে জিপিএ -৫ পেয়েছে মাত্র চারজন পরীক্ষার্থী। এবারে উপজেলায় দাখিল পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৩৯৭ জন। তন্মধ্যে পাশ করেছে ২৩০ জন। এতে করে পাশের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৯৩ ভাগ। এতে করে এবারে দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক নয়।
সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি মাদ্রাসার মধ্যে সোনাখুলী মুন্সিপাড়া (এমএ) কামিল মাদ্রাসা থেকে ৪৫ জনের মধ্যে পাশ করেছে ৩৯জন পরীক্ষার্থী।পাশের হার ৮৬.৬৭%। এ প্রতিষ্ঠান থেকে দুইজন পেয়েছে জিপিএ-৫। সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৫ জন। পাশ করেছে ২৭ জন। পাশের হার ৭৭.১৪%। আর জিপিএ-৫ পেয়েছে একজন। উত্তর সোনখুলী সরকারপাড়া দাখিল মাদ্রাসা থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭ জন। পাশের হার ৭৩.৯১%। লক্ষণপুর বালাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষা ছিল ২৭ জন। পাশ করেছে১৮জন। পাশের হার ৬৬.৬৬%। সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রামা থেকে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৬জন। পাশের হার ৬৫%। জিপিএ-৫ পেয়েছে একজন। পশ্চিম বেলপুকুর মাঝাপাড়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮ জন। পাশের হার ৬৪.২৮%। পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮ জন। পাশের হার ৫৮.০৬%।
শ্বাষকান্দরসিনিয়র মাদ্রাসার পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩১ জন। পাশ করেছে ১৭ জন। পাশের হার ৫৪.৮৪%।আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসা থেকে ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭ জন। পাশের হার ৫৪.৮৪%। চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ২১ জন। উত্তীর্ণ হয়েছে ১১ জন। পাশের হার ৫২.৩৮%। হাজারীহাট মোহাম্মাদীয়া আলিম মাদ্রসা থেকে ২১ জন পরীক্ষার মধ্যে পাশ করেছে ৮ জন। পাশের হার ৩৮.১০%। কুমারগাড়ী দাখিল মাদ্রাসার ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিন জন। পাশের হার৩৩.৩৩%। পূর্ব বেলপুকুর সাতপাই বালিকা দাখিল মাদ্রাসা থেকে তিনজন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে একজন। পাশের হার ৩৩.৩৩%। মুশরুতধুলিয়া দাখিল মাদ্রাসা থেকে ১১ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিন জন। পাশের হার ২৭.২৭%। হাজীপাড়া দাখিল ম্দ্রাাসার ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ছয়জন। হুকলিপাড়া একরামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে একজন। পাশের হার ১১.১১%।