নন্দীগ্রামে হাজারো নেতাকর্মী নিয়ে জামায়াতের প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজ এর গণসংযোগ

বগুড়া-০৪ আসনে ড. মোস্তফা ফয়সাল পারভেজকে জামায়াতের প্রার্থী ঘোষনার পরপরই মাঠে নেমেছে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। (১৭জুলাই) বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে প্রায় দুই হাজারেরও অধিক মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নে গণসংযোগে অংশ নেয় নেতাকর্মীরা। এর আগে সকাল ১০ টায় নন্দীগ্রাম বীর মুগ্ধ মঞ্চে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪(নন্দীগ্রাম-কাহালু) আসনের জামায়াতের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ সময় বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক সরকার, বগুড়া জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।
এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক জেলা সভাপতি মিজানুর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক রানা, বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি, সাইয়েদ কুতুব সাব্বির,
সেক্রেটারি হাফেজ আল ইমরান, বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের হোসেন,
নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কর্ম পরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী , নন্দীগ্রাম উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, নন্দীগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মোমিন, পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম,
পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি আব্দুল আলিম, পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, ১নং বুড়ইল ইউনিয়ন আমির আব্দুল হামিদ, ২নং সদর আমির সুলতান আহমেদ, ৩নং ইউনিয়ন আমির একরামুর রেজা টুকু, ৪নং সাইফুল ইসলাম, ৫নং জুলফিকার আলী প্রমুখ। এছাড়াও এদিন গণসংযোগে উপজেলা, ইউনিয়ন সহ ওয়ার্ড পর্যায়ের জামায়েত শিবিরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।