সৈয়দপুরে ১১-২০গ্রেড সরকারি কর্মচারী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে ১১-২০ গ্রেড সরকারি কর্মচারী ফোরামের সৈয়দপুর উপজেলা শাখার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় শহরের রেলওয়ে কারখানা গেট সড়কে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক জোট সৈয়দপুর শাখার কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেড সরকারি কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মুনজুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ও রেলওয়ে শ্রমিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম মোমিন।
অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী ফোরামের সৈয়দপুর শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মনির।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ১৬-২০ গ্রেড কর্মচারী ফোরামের সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মো. বাবুল হোসেন, ১১-২০ গ্রেড সরকারি কর্মচারী ফোরামের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বলরাম রায়, রেলওয়ে কারিগরি পরিষদ কারখানা শাখার সভাপতি জুয়েল আলী, ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী ফোরামের সৈয়দপুর শাখার সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, বিআরইএল’র সভাপতি শাহজাহান আলী, রেলওয়ে কর্মচারী রুহুল আমিন, মিজানুর রহমান, আসাদুর রহমান আসাদ, আকতারুল হক সরকার প্রমুখ। আলোচনা সভাপতি সঞ্চালনা করেন সংগঠনের রংপুর বিভাগীয় সহ- সম্পাদক আরিফুজ্জামান।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি সৈয়দপুর রেলওয়ে কারখানা গেট সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। শেষে সংগঠনের সদস্যদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।