শাজাহানপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন আবু বক্কর ছিদ্দিক রিপন
.jpg)
বগুড়ার শাজাহানপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আবু বক্কর ছিদ্দিক রিপন জয়ী হন।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন জছিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আব্দুর রউফ উজ্জল, রেজাউল করিম মিলন এবং সেলিম হোসেন।নির্বাচন শেষে তাৎক্ষণিকভাবে সমবায় সমিতির কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি আবু বক্কর ছিদ্দিক রিপনের সভাপতিত্বে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা এলাকার সমবায় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।