নন্দীগ্রামে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত দুই, আহত-৫

বগুড়া-নাটোর মহাসড়ক এখন যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সপ্তাহ-মাস পেরোতে না পেরোতেই শোনা যায় রোড এক্সিডেন্ট এ মৃত্যুর ঘটনা। কবে থামবে এই মৃত্যুর মিছিল জানা নেই কারো। শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত ঝরে গেছে ৮ থেকে ১০ টি তরতাজা প্রাণ। এদিকে গত রবিবার ২৭ জুলাই বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কুন্দারহাট বাসস্ট্যান্ডে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পথচারীসহ আরও ৫জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সড়ক দুর্ঘনায় নিহত ব্যাক্তিরা হলেন, ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়ার শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২২), একই ইউনিয়নের বিষা গ্রামের নজু হাজীর স্ত্রী হাওয়া বিবি (৫০)। অপরদিকে আহত ব্যক্তিরা হলেন, কামুল্লা সরদারপাড়ার ফিরোজের মেয়ে মোছাঃ নাফিয়া (৬), বিষা গ্রামের মশিউর উদ্দিনের ছেলে নজরুল (৬৫), শাজাহানপুর থানার রুপিহার এলাকার বাবলু মিয়ার ছেলে ইউসুফ (২৪), কামুল্লা এলাকার আব্দুল গনির ছেলে সুমন (২১), কামুল্লা সরদারপাড়ার ফিরোজের স্ত্রীর মোছাঃ নুরুন্নাহার (৩২)। কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম স্ট্যান্ড থেকে সিএনজি ভরা যাত্রী নিয়ে কুন্দরহাটের দিকে যাচ্ছিলেন সিএনজি চালক আরাফাত হোসেন। অপরদিকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও সিএনজি কুন্দরহাট বাসস্ট্যান্ডে স্পিড বেকারে সামনে পৌছিলে কাভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজি চালক সহ দুইজন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নির্মল চন্দ্র মহন্ত বলেন সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক সহ দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যান থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিযা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।