কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গতকাল সোমবার দুপুরে বগুড়ার কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৩১জন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি প্রভাষক হাফিজার রহমান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহানাজ বেগম, অভিভাবক সদস্য ইব্রাহীম আলী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।