নন্দীগ্রামে গোয়াল ঘরের সিঁদ কেটে কৃষকের ৫টি গরু চুরি

বগুড়ার নন্দীগ্রামে গোয়ল ঘরের সিঁদ কেটে কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাটি ঘটে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামে। জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে দেওতা গ্রামের বিলাত আলীর ছেলে লাল মিয়া (৫০) এর গোয়াল ঘর থেকে তার ২টি ও তার শ্যালক আব্দুস সামাদের ৩টি গরু চুরি হয়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুস সামাদ জানান, রবিবার সন্ধ্যা ৬টার দিকে গোয়াল ঘরে গরুগুলো রেখে রাতের খাবার খেয়ে শয়ন ঘরে ঘুমিয়ে পড়ি। পরে রাত আনুমানিক ২টার পর ভেড়ার চেঁচামেচি শুনে গোয়াল ঘরে গিয়ে দেখি চোরেরা গোয়াল ঘরের সিঁদ কেটে ভিতরে ঢুকে। এরপর তালা কেটে আমার ৩টি ও আমার ভগ্নিপতির ২টি গরু চুরি করে নিয়ে যায়। এরপর আমাদের চুরি হওয়া ৫টি গরু আশে পাশে খোঁজাখুজি করতে থাকি কিন্তু খুঁজে না পেয়ে থানায় এসে অভিযোগ করেছি। আমাদের ৫টি গরুর আনুমানিক মূল্য হবে ৫ লাখ টাকা। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, ৫টি গরু চুরির অভিযোগ পেয়েছি। চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।